নাসিম রুমি: বার্সালোনা লিওনেল মেসিকে ধরে রাখতে পারেনি। মেসির বেতন বেশি, এত বেতন দেওয়া সম্ভব না। তাই তারা মেসিকে ছেড়ে দেয়। সেই সুযোগটা কাজে লাগিয়ে মেসিকে কিনে নেয় পিএসজি।
তবে বছর না ঘুরতেই মেসিকে কেনার জন্য পাগল হয়ে যায় বার্সালোনা।
বার্সালোনা সভাপতি লাপোর্তে, বার্সালোনা কোচ জাভি, বিভিন্ন সময় মেসিকে ফেরানো নিয়ে কথা বলেন।
মেসিকে কেনার ক্ষমতা অবশ্য বার্সার নেই। কারণ পিএসজি মেসিকে বিক্রি করবে না। তাই তারা অপেক্ষা করছিল চুক্তির মেয়াদ শেষের যেটা শেষ হবে আর মাত্র ৬ মাস পরই।
বার্সালোনা তাই চেয়েছিল মেসি যেন পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করে। তারা চেয়েছিল মেসিকে আবারও বার্সাতে আনতে। কিন্তু মেসি ভেবেছে অন্যকিছু।
যেখান থেকে অপমানিত হয়ে বেড়িয়ে আসতে হয়েছে, সেই জায়গায় আর মেসি যেতে রাজি নন। তাই তিনি বার্সালোনাতে আর ফিরতে আগ্রহী নন। চুক্তি নবায়ন করবেন পিএসজির সঙ্গে।
বিশ্বকাপ জয়ের পর এখন ফুরফুরে মেজাজে থাকা মেসি পিএসজির প্রস্তাবে রাজি হয়েছে বলেই জানিয়েছে গনমাধ্যমগুলো। চুক্তি নবায়ন করতে রাজি হয়েছেন তিনি।
পিএসজির সঙ্গে মেসি আরও এক বছরের জন্য চুক্তি বাড়াবেন। অবশ্য সময়টা দুই বছরও হতে পারে। চুক্তিতে এক বছর উল্লেখ থাকবে এবং মেসি চাইলে আরও এক বছর বাড়াতে পারবেন।