English

21 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

বার্সার প্রস্তাবে ডি মারিয়ার ‘হ্যাঁ’

- Advertisements -

নতুন মৌসুমে নতুন ঠিকানায় দেখা যাবে আনহেল ডি মারিয়াকে। সদ্য পিএসজিকে বিদায় জানানো মিডফিল্ডারের সম্ভাব্য নতুন ক্লাবের তালিকায় সর্বাগ্রে ছিল জুভেন্টাস। এবার ডি মারিয়াকে দলে ভেড়ানোর লড়াইয়ে যোগ দিলো বার্সেলোনা। বার্সা ব্লাউগ্রানার খবর, কাতালানদের প্রস্তাবে সাড়াও দিয়েছেন এই আর্জেন্টাইন।

আগামী ১লা জুলাই ফ্রি এজেন্ট হয়ে যাবেন ডি মারিয়া। আর্জেন্টিনা তারকাকে ভেড়ানোর মোক্ষম সুযোগ এটাই বার্সেলোনার জন্য। কেননা আর্থিক দৈন্যদশায় থাকা ক্লাবটি ট্রান্সফার ফি দিয়ে নতুন খেলোয়াড় ভেড়ানোয় অক্ষম। সম্প্রতি আর্লিং হালান্দকে নিয়ে আগ্রহ দেখালেও অর্থাভাবে সেটি সম্ভব হয়নি। এছাড়া রবার্ট লেভানদোভস্কিকেও নেয়ার আগ্রহ দেখিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। তবে লা লিগা প্রেসিডেন্ট হাবিয়ের তেবাসের মতে, মোটা অংকের ট্রান্সফার ফি গুণে পোলিশ স্ট্রাইকারকে দলে ভেড়ানোর মতো অবস্থায় নেই বার্সা। সম্প্রতি ন্যু-ক্যাম্পের সদস্য হয়েছেন দানি আলভেস, আদামা ত্রায়োর, ফেরান তোরেস, পিয়েরে এমেরিক-অবামেয়াং- এদের সবাই ফ্রি এজেন্ট হয়ে বার্সায় যোগ দিয়েছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, ডি মারিয়াকে দলে টানতে আগ্রহী বার্সেলোনা।

ইতালিয়ান সাংবাদিক মাতেও মোরেত্তোর দাবি, ইতোমধ্যে বার্সেলোনার সঙ্গে আলোচনায় বসেছেন  ডি মারিয়ার এজেন্টরা।

বার্সা ব্লাউগ্রানার প্রতিবেদনে বলা হয়, ‘দুই পক্ষই সম্মতিতে পৌঁছেছে। বার্সেলোনার সঙ্গে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হবেন ডি মারিয়া।’

স্প্যানিশ দৈনিক বার্সা ইউনিভার্সালের প্রতিবেদনে বলা হয়, আগামী এক বছরের জন্য বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হবেন ডি মারিয়া। এরপর আর্জেন্টিনার ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরতে চান তিনি। দুই বছরের প্রস্তাব দিয়েছিল জুভেন্টাস। তবে শৈশবের ক্লাবে ফিরতে চাওয়ায় বার্সার এক বছরের প্রস্তাবকেই প্রাধান্য দিচ্ছেন ডি মারিয়া।

২০১৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে পিএসজিতে যোগ দেন ডি মারিয়া। দীর্ঘ ৭ বছরে লা প্যারিসিয়ানদের হয়ে ১৯৭ ম্যাচে ৫৬টি গোল করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার।

এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচ মৌসুম স্পেনে কাটিয়েছেন ডি মারিয়া। ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে ১৯৪ ম্যাচে ৩৭ গোল করেন তিনি। লস ব্লাঙ্কোদের জার্সিতে লা লিগা, চ্যাম্পিয়নস লগি, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ এবং উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছেন তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন