নাসিম রুমি: লিওনেল মেসি যখন যুক্তরাষ্ট্র ইন্টার মায়ামির হয়ে খেলছেন, তখন তার দেশ আর্জেন্টিনার একটি অংশ বন্যাকবলিত। আর্জেন্টিনার বাহিয়া ব্লাঙ্কার নামক জনপদে আকস্মিক বন্যায় কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় বন্যার্তদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, ‘বাহিয়া ব্লাঙ্কায় কী হচ্ছে, আমরা নিবিড়ভাবে তার খোঁজখবর রাখছি। যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, সেই সব পরিবারের জন্য আমার সমবেদনা রইল এবং কঠিন এই সময়ে যারা বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তারা যেন মানসিক দিক থেকে শক্ত থাকতে পারে, সেই কামনা করি।’ আর্জেন্টিনার গণমাধ্যম জানিয়েছে, প্রবল বর্ষণের কারণেই বাহিয়া ব্লাঙ্কায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।
৮ ঘণ্টার প্রবল বর্ষণে বন্দরনগরীর বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষতিও হয়েছে। হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এ মানবিক বিপর্যয় দেখেই মেসির মন কাঁদছে।