কাতারে অনুষ্ঠিতব্য ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ থেকে ইরানকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে ইউক্রেন। ইউক্রেনিয়ান অ্যাসোসিয়েশন অব ফুটবল (ইউএএফ)-এর তরফে এমন আহ্বান জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইউএএফের নির্বাহী কমিটি ইরানের মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস এবং ইউক্রেনে রুশ আগ্রাসনে তেহরানের সংশ্লিষ্টতার উল্লেখ করে ফিফার কাছে এ সংক্রান্ত একটি আবেদন জানিয়েছে।
ইউক্রেনে আগ্রাসনের ঘটনায় রুশ ফুটবলে ইতোমধ্যেই নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস)-ও সেটি বহাল রাখায় কাতার বিশ্বকাপে খেলার সব আশা আগেই শেষ হয়ে যায় রাশিয়ার। এখন রাশিয়ার মিত্র ইরানের বিষয়েও একই রকমের পদক্ষেপ চায় কিয়েভ।