নাসিম রুমি: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে ‘ফ্রি ফিলিস্তিন’ লেখা একটি পতাকা হাতে এই ব্রাজিলিয়ানকে দেখা যাচ্ছে। ফিলিস্তিনের সমর্থন প্রকাশ করা এই ছবিটি ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা দেয়।
তবে ফ্যাক্টচেকিং সংস্থা ‘রিউমার স্ক্যানার’ বলছে নেইমারের এই ছবিটি ভুয়া। ছবিটি আসল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
নেইমারের অফিসিয়াল ইনস্টাগ্রাম, ফেসবুক এবং এক্স অ্যাকাউন্টে এমন কোনো ছবি পোস্ট করা হয়নি। ৬ এপ্রিল থেকে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াতে শুরু করলেও এটি কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা ভেরিফায়েড সূত্র থেকে প্রকাশিত হয়নি। মূলত কিছু ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেই ছবিটি ভাইরাল হয়েছে।
ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের একাধিক চিহ্ন রয়েছে। যেমন- পতাকাটির অস্বাভাবিক মসৃণতা ও ভাঁজহীন অবস্থা। ‘ফ্রি ফিলিস্তিন’ লেখাটি খুব নিখুঁত এবং সমান, যা কৃত্রিমভাবে বসানো মনে হয়। নেইমারের বৃদ্ধাঙ্গুল পতাকার পেছনে থাকলেও সেখানে আঙুলের স্বাভাবিক চাপ দেখা যাচ্ছে না।