ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডসের জন্য চূড়ান্ত মনোনীত তালিকায় ঠাঁই হলো লিওনেল স্কালোনি, কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওলার। বৃহস্পতিবার সংক্ষিপ্ত তালিকা কাটছাঁট করে এই তিনজনের নাম প্রকাশ করা হয়েছে।
গত ডিসেম্বরে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা জিতিয়ে এই পুরস্কার পাওয়ার দৌড়ে নিশ্চিতভাবে এগিয়ে স্কালোনি। তার হাত ধরে ৩৬ বছর পর বিশ্ব ট্রফির খরা ঘুচিয়েছে আলবিসেলেস্তেরা। ফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
স্কালোনির সঙ্গে লড়বেন গার্দিওলা ও আনচেলত্তি। ম্যানচেস্টার সিটিকে পাঁচ বছরে চারবার ইংলিশ প্রিমিয়ার লিগ জিতিয়ে এই লড়াইয়ের শেষ ধাপে অংশ নিলেন গার্দিওলা। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা শিরোপা জেতানোয় তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন আনচেলত্তি।
এই তিনজনের মধ্যে কেবল গার্দিওলার ফিফা বর্ষসেরা কোচ হওয়ার অভিজ্ঞতা রয়েছে। ২০১১ সালে নিজের দ্বিতীয় ও বার্সার সবশেষ চ্যাম্পিয়নস লিগ জিতে সেরা হন স্প্যানিশ কোচ।