ফুটবল মাঠে জাদু দেখিয়ে লিওনেল মেসি তখন বিখ্যাত হয়ে গেছেন। এক সাক্ষাতকারে তাকে প্রশ্ন করা হয়, শৈশবের স্কুলের হেড মাস্টারের কথা মনে আছে কিনা? সাথে সাথে মেসি বলে দেন, ‘মনিকা দমিনা’। গত বছর এক সাক্ষাতকারে এই গল্পটি বলেছিলেন মেসির শৈশবের সেই শিক্ষক মনিকা। ছাত্রের এই বিনয় দেখে তিনি আপ্লুত হয়েছিলেন।
খোলা চিঠিতে মনিকা লিখেছেন, ‘মেসি, ঈশ্বরকে ধন্যবাদ, তোমার শিক্ষক হতে পেরেছি। আমার ছাত্র হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। সব সময় একই রকম থাকার জন্য ধন্যবাদ। তুমি খুব সাধারণ, বিনয়ী, অসাধারণ একজন মানুষ। কখনো বদলে যেও না। তোমার জীবনের অংশ হতে পেরে গর্ববোধ করছি। এত এত বিপর্যয়ের মাঝে আমাদের এতটুকু সুখ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার হাসিমুখ দেখাটাই আমার আনন্দ। তুমি তোমার অনুভূতি প্রকাশ করতে পারছ, এটা আমার ভালো লাগে। আমি তোমার শিক্ষক, এটা আমার জন্য স্বপ্নের মতো। এই সম্মানে তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই। শুভকামনা। ‘