রিয়াল মাদ্রিদে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না কিলিয়ান এমবাপ্পের। গ্যালাকটিকোসদের হয়ে প্যারফরম্যান্সে প্যারিস সেইন্ট জার্মেইয়ের সেই জৌলুস নেই। এবারও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারলেন না তিনি। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে আবারও পেনাল্টি মিস করলেন এই ফ্রেঞ্চম্যান। এমবাপ্পের এমন দিনে অ্যাথলেটক বিলবাওয়ের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল।
এমন হারের পর বুকের ভেতরের আগুনটা নিজেই নেভাতে চান এমবাপ্পের। দেখিয়ে দিতে চান তিনি কে? টানা দ্বিতীয় পেনাল্টি মিস করা ফরাসি অধিনায়ক দলের হারের ব্যর্থতার দায়ও নিজের কাঁধে নিয়েছেন।
এবারের মৌসুমে ২০ ম্যাচ খেলে ১০ গোল করা এমবাপ্পে বলেছেন, ‘ছোটখাটো ভুলের কারণে যেখানে ম্যাচের ফল বদলে যায়, সেখানে এমন বড় ভুলে বাজে ফল। ব্যর্থতার পুরো দায় নিচ্ছি। কঠিন সময়। তবে এমন পরিস্থিতি বদলের এটাই সঠিক সময়। সঙ্গে দেখিয়ে দেব কে আমি?’
এদিন অ্যাথলেটিকো বিলবাও কাছে প্রথমেই গোল হজম করে রিয়াল। তবে ৬৮ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেলেও পেলান্টি থেকে গোল করতে ব্যর্থ হন এমবাপ্পে। ডান দিকে শট নিলে বিলবাওর গোলরক্ষক আটকিয়ে দেন। একই রকম শট নিয়ে গেতাফের বিপক্ষেও স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। পরে বেলিংহাম সমতায় ফেরালেও রিয়ালের ফেদে ভালভার্দের ভুলে জয়সূচক গোল পায় বিলবাও।