নাসিম রুমি: ৩৯ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো যেন ফুটবল মাঠে খুঁজে পেয়েছেন নিজের পুরোনো ছন্দ।ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসেও একের পর এক ম্যাচে গোল করে জিতিয়ে চলছেন নিজের ক্লাবকে।
আল নাসেরের হয়ে আগের ম্যাচে মাঠে নেমে ছুঁয়েছিলেন ক্লাব ক্যারিয়ার এক হাজার ম্যাচ খেলার অনন্য রেকর্ড।মাইলফলক ম্যাচে তার একমাত্র গোলেই এএফসি চ্যাম্পিয়নস লীগে জয় পায় আল নাসের।
সউদী প্রো লিগের ম্যাচে ঘরের মাঠে শনিবার রাতে আল ফাতেহের বিপক্ষে মাঠে নেমছিল আল নাসের।সউদী ক্লাবটি ম্যাচটি জিতে নেয় ২-১ ব্যবধানে।আল নাস্রের জয়ে পর্তুগিজ মহাতারকা রাখলেন বড় ভূমিকা।
ম্যাচের ১৭তম মিনিটে দারুণ এক গোলে রোনালদো দলকে লিড এনে দেন।সুলতান আল ঘান্নামের ক্রসে কাছের পোস্ট নিয়ে দিয়ে চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে নেন সিআর সেভেন। নাগালেও থাকলেও ফাতেহ গোলরক্ষক বল আটকাতে পারেননি। চলতি আসরে এটি রোনালদোর ২১তম গোল।এরপর ২৯তম মিনিটে ফাতেহের হয়ে সমতা ফেরান সালেম আল নাজদি।১-১ সমতায় শেষ হয় প্রথামার্ধ। ৭২তম মিনিটে ওতাভিওর গোলে ফের এগিয়ে যাওয়া স্বাগতিকরা মাঠ ছাড়ে তিন পয়েন্ট নিয়ে।
লিগে আল নাস্রের এটি টানা পঞ্চম জয়। ২০ ম্যাচে ১৬ জয় ও এক ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা। এক ম্যাচ কম খেলা আল হিলাল ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে।