ঘটনা হলো, নেইমারের বাড়ির সামনে পিএসজি সমর্থকদের সেই তাণ্ডবের ভিডিও পোস্ট করেছে ‘অফউইক্লিয়ার’ নামের একটি ইনস্টাগ্রাম আইডি। তারা ক্যাপশনে লিখেছে, ‘এটাই হচ্ছে বড় দল হওয়া আর বড় দল হয়ে থাকার মধ্যে পার্থক্য। পিএসজির সমর্থকদের মধ্যে এই বড় দলের সমর্থক-সংক্রান্ত ব্যাপারগুলোরই অভাব আছে। বড় দল হিসেবে গড়ে উঠতে ঐতিহ্য তৈরির চেষ্টা জরুরি। বড় দল হিসেবে আচরণটাও ঠিক তেমনই হওয়া উচিত। পিএসজি একটা ছোট দল!’
সমর্থকদের অবাক করে অফউইক্লিয়ারের এই পোস্টে লাইক দিয়েছেন স্বয়ং নেইমার! মুহূর্তেই ছড়িয়ে পড়েছে স্ক্রিনশট। তাহলে কি ইনজুরিতে মাঠের বাইরে থাকা নেইমারও তার ক্লাবের ওপর বিরক্ত হয়ে গেছেন? অবশ্য ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়া নেইমার কখনোই সমর্থকদের প্রিয়পাত্র ছিলেন না। মাঠে নিয়মিতই তাকে দুয়ো শুনতে হতো, এখনো শুনতে হয়। গত মৌসুমেই ক্লাব ছাড়ার চেষ্টা করেছিলেন নেইমার। কিন্তু সফল হননি।