ইতালির কাছে হেরে মেয়েদের বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। শুক্রবার দক্ষিণ আফ্রিকার কাছেও হারের শঙ্কায় পড়েছিল। তবে পাঁচ মিনিটে দুই গোল করে দক্ষিণ আফ্রিকাকে জিততে দেয়নি তারা, ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
৩০তম মিনিটে লিন্ডা মাথোলা দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে দেন। ৬৬ মিনিটে থেম্বি কাটলানা ব্যবধান দ্বিগুণ করেন।
সোফিয়া ব্রাউন ২০ গজ দূর থেকে ডান পায়ের শটে ৭৪ মিনিটে ব্যবধান কমান। আর্জেন্টিনার ইয়ামিলা রদ্রিগেজের ক্রস দেন ৭৯তম মিনিটে। রমিনা নুনেজ পেনাল্টি স্পটের কাছ থেকে হেড করে জাল কাঁপান।
‘জি’ গ্রুপে ১ পয়েন্ট নিয়ে তিন ও চারে দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনা। শনিবার দ্বিতীয় ম্যাচে সুইডেন ও ইতালি মুখোমুখি হচ্ছে। দুই দলই এক ম্যাচ কম খেলে ৩ পয়েন্ট পেয়েছে।
আগামী বুধবার আর্জেন্টিনা খেলবে সুইডেনের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকা একই সময়ে খেলবে ইতালির সঙ্গে।