English

23 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

ন্যাপোলিকে শিরোপা জেতানো স্পালেত্তিই ইতালির নতুন কোচ

- Advertisements -

হঠাৎ করেই রবার্তো মানচিনি ইতালির কোচের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। ইউরো বাছাই পর্বের বেশ কিছু ম্যাচ বাকি সামনে। এর মধ্যে কোচের পদত্যাগে কিছুটা ব্যাকফুটে চলে যাওয়ার মত অবস্থা হয়েছিলো ইতালির।

কিন্তু খুব দ্রুতই পরিস্থিতি সামলে নিয়েছে ইতালি ফুটবল ফেডারেশন। গত মৌসুমে সিরি-আর শিরোপা জয়ী ন্যাপোলির কোচ লুসিয়ানো স্পালেত্তিকেই নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়ছে চারবারের বিশ্বজয়ী দেশটি।

ন্যাপোলিকে ৩৩ বছর পর সিরি-আ শিরোপা উপহার দিয়েই কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ৬৪ বছর বয়সী স্পালেত্তি। এতবড় সাফল্যের পর কোচের এভাবে সরে যাওয়ায় তখন অনেকেই অবাক হয়েছিলো; কিন্তু তলে তলে তিনি ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন কি না- তা জানা না গেলেও, বিষয়টা যে তার জন্য ইতিবাচক হলো, তা এখন স্পষ্ট।

রবার্তো মানচিনির পরিবর্তে ইতালি ফুটবল দলের কোচ হিসেবে শুক্রবার লুসিয়ানো স্পালেত্তির নাম ঘোষণা করেছে দেশটির ফুটবল ফেডারেশন। ন্যাপোলি ছাড়াও ইতালিয়ান ফুটবলে এএস রোমা এবং ইন্টার মিলানেরও কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া ৫ বছর কোচ ছিলেন রাশিয়ান ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গের।

ইতালিয়ান ফুটবল ফেডারেশন তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন স্পালেত্তি। ফেডারেশন প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গ্র্যাভিনা বলেন, ‘জাতীয় দলের জন্য একজন গ্রেট কোচের প্রয়োজন ছিল। আমি খুব খুশি যে, তিনি (স্পালেত্তি) আমাদের সেই প্রস্তাব গ্রহণ করে নিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘তার প্রবল উদ্দীপনা এবং অভিজ্ঞতাই হবে ইতালি জাতীয় ফুটবল দলের জন্য আগামী দিনের চ্যালেঞ্জ উতরানোর বড় পাথেয়।’

রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, স্পালেত্তির সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে ইতালি ফুটবল ফেডারেশন। তবে, অফিসিয়াল ঘোষণায় এমন কিছু বলা হয়নি। ২০০০ সালের পর স্পালেত্তি হবেন ইতালির ৯ম কোচ। এর আগে এই দলটি টানা দুটি বিশ্বকাপ খেলতে পারেনি। ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

বলিউডে টিকছেন না রণবীর

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন