লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার আলোচনার মধ্যে আরও একটি বিষয় শোনা যাচ্ছে জোরেশোরেই। মেসি যদি সত্যিই ক্লাব ছেড়ে চলে যান, তার জায়গায় ফিরিয়ে আনা হতে পারে প্যারিস সেইন্ট জার্মেইর ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে।
তবে নেইমারের স্বদেশি ও বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার রিভালদোর মতে, এখন নেইমারের বার্সায় আসার কোনো কারণ নেই। কেননা বর্তমানে পিএসজিতেই নিজেকে গুছিয়ে নিয়েছেন নেইমার এবং ক্লাবটির সমর্থকরাও নেইমারকে আপন করে নিয়েছে।
বিশেষ করে ২০১৯-২০ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলার পর এখন ক্লাব ছেড়ে গেলে নেইমার ও পিএসজির জন্য বিষয়টি নেতিবাচকই হবে বলে মনে করেন রিভালদো। এর চেয়ে বরং পিএসজিতেই দল হিসেবে খেলে পরের মৌসুমে আবারও চ্যাম্পিয়নস লিগ মাতানো শ্রেয় মানছেন তিনি।
বেটফেয়ারকে দেয়া সাক্ষাৎকারে রিভালদো বলেছেন, ‘প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দেয়ার পর থেকে নেইমারকে যেসবের মধ্য দিয়ে যেতে হয়েছে, আমার মনে হয় তৃতীয় মৌসুমেই দলকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তোলায় তাকে অভিনন্দন জানানো উচিৎ।’
ব্রাজিল কিংবদন্তি আরও যোগ করেন, ‘সে বার্সেলোনায় ফিরতে চাওয়ার পর ফ্রান্সে কঠিন অবস্থার মধ্যে পড়ে গিয়েছিল। নিজের মাঠে পর্যন্ত দুয়ো শুনতে হয়েছে। কিন্তু সে নিজের যোগ্যতায় সবকিছু নিজের পক্ষে নিয়েছে। আর এ কারণেই আমি তার এতো প্রশংসা করি।’
এসময় নেইমারের এখন বার্সায় যাওয়ার কোনো কারণ নেই জানিয়ে রিভালদো বলেন, ‘এখন সে পুরোপুরি নিজের ক্লাবের প্রতি মনোযোগী এবং ভালো খেলছে। তাই সমর্থকরাও তালি দিচ্ছে। তার এখন ক্লাব ছেড়ে যাওয়ার কোনো কারণ নেই। বিশেষ করে বার্সেলোনার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে।’
এছাড়া নেইমারের বর্তমান ক্লাব পিএসজির প্রতি পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, ‘পরবর্তী মৌসুমে নিজেদের স্কোয়াডে খুব বেশি পরিবর্তন আনা ঠিক হবে না পিএসজির। যাতে করে খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়াটা আরও ভালো হয় এবং চ্যাম্পিয়নস লিগে ভালো করার ক্ষেত্রে তারা শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারে।’
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন