গেল বছর কাতারে ফুটবল বিশ্বকাপ জেতার মধ্য দিয়ে নিজের ফুটবল ক্যারিয়ারের ষোলোকলা পূর্ণ করেছিল আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। এরপর ইউরোপীয়ান ফুটবলের পাঠ চুকিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। এবার সেই ক্লাবের হয়ে এবার মেসি মুখোমুখি হবে তার শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের।
জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে ইন্টার মায়ামি একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে নিওয়েলস ওল্ড বয়েজের। সেই ম্যাচেই নিজের শৈশবের ক্লাবের বিপক্ষে মাঠে নামবে আট বারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। ফ্লোরিডার ফোর্ট লডারডেলের ডিআরভি পিএনকে স্টেডিয়ামে আগামী ফেব্রুয়ারির ১৫ তারিখ মুখোমুখি হবে দুই দল।
এর আগে নিওয়েলস ওল্ড বয়েজের হয়ে মাত্র ১৩ বছর বয়সে মাঠে নামেন লিওলেন মেসি। এরপরের ইতিহাস কারো অজানা হয়। পরবর্তী কালে তিনি যোগ ২০০৪ সালে যোগ দেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। দীর্ঘ সময় ক্লাবটির হয়ে খেলার পর ২০২১ সালে যোগ দেন ফরাসি ক্লাব পিএসজিতে। এরপর চলতি মৌসুমে যোগ দেন ইন্টার মায়ামিতে।
নতুন মৌসুম শুরু করার আগে এই নিয়ে মোট ছয়টি প্রীতি ম্যাচ খেলবে মায়ামি। প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে এল সালভাদর জাতীয় দলের বিপক্ষে, আগামী ১৯ জানুয়ারি। এরপর তারা দুটি ম্যাচ খেলবে সৌদি প্রো লিগের দুই ক্লাব আল হিলাল বিপক্ষে ২৯ জানুয়ারি মাঠে নামবে ইন্টার মায়ামি। সেই সঙ্গে একসময়ে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের বিপক্ষে আগামী ১ ফেব্রুয়ারি মাঠে নামার কথা রয়েছে লিওনেল মেসির দলের।