আবারও পেশারদার ফুটবলে ফিরছেন ব্রাজিলের রোনালদিনিও। ২০১৮ সালে ফুটবল থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন সাবেক এই বার্সেলোনা তারকা।
জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছেন ২০১৩ সালে। আর ক্লাবের হয়ে সবশেষ পেশাদার ম্যাচটি খেলেছিলেন ২০১৫ সালে।
এরপর নানা দাতব্য কাজে ফুটবল পায়ে নিয়েছেন রোনালদিনিও। তবে পেশাদার হিসেবে এতোদিন তিনি অবসরেই ছিলেন।
২০০২ বিশ্বকাপজয়ী রোনালদিনিও এবার নাম লিখিয়েছেন স্পেনের সাবেক ডিফেন্ডার জেরার্ড পিকে ও জনপ্রিয় স্ট্রিমার ইবাই লানোসের গড়া কিংস লিগে।
এই লিগে লানোসের দল প্রোসিনোস এফসিতে খেলবেন রোনালদিনিও। আগামী রবিবার এ দলটির ম্যাচে মাঠে নামবেন ব্রাজিলের সাবেক প্লেমেকার।
কিংস লিগের প্রতি দলে ১২ জন ফুটবলার। এই খেলোয়াড়দের সবাই হয় অবসরে চলে যাওয়া অথবা ফুটবল ভিন্ন অন্য কোনো জগৎ থেকে আসা। ইকার ক্যাসিয়াস, সের্হিও আগুয়েরো ও জাভি হার্নান্দেজের পর কিংস লিগে সবশেষ রোনালদিনিও।