অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য বেশ কিছু ক্রীড়াবিদদের বিরুদ্ধে প্রায়ই ধর্ষণ- নারী নির্যাতনের মতো অভিযোগ উঠছে। কিছুদিন আগে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলার মেসন গ্রিনউডকে। কয়েকদিন জেলে থাকার পর তিনি জামিনে ছাড়া পেয়েছিলেন। সেই গ্রিনউডকে সোমবার আদালতের নির্দেশে আবার জেলে ঢোকানো হয়েছে।
২০২১ সালের অক্টোবর মাসে গ্রিনউড ও আরও কয়েক জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন এক তরুণী। সেই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর সতীর্থকে। কয়েকদিন জেলে থাকার পর তিনি জামিনও পেয়েছিলেন। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যান ইউ সতীর্থের বিরুদ্ধে নতুন করে আরও কয়েকটি অভিযোগ ওঠায় গত শনিবার আবারও তাকে গ্রেপ্তার করা হয়। এরপর গতকাল সোমবার শুনানি শেষে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন ম্যাঞ্চেস্টারের একটি আদালত।
গ্রিনউডের বিরুদ্ধে নতুন অভিযোগ হলো, জামিনে বের হওয়ার পর থেকে তিনি অভিযোগকারী তরুণীকে নানারকম ভয়ভীতি দেখানো শুরু করেন। সোশ্যাল সাইটেও সেই তরুণীকে তিনি নানাভাবে হেনস্থা করছিলেন বলে অভিযোগ। গ্রিনউড গ্রেপ্তার হওয়ার পর তাকে বহিস্কার করেছিল ম্যান ইউ। কিন্তু জামিনে মুক্ত হওয়ার পর তার সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করে। চলতি মৌসুমে তিনি ক্লাবের জার্সিতে খেলছেন। এখন নতুন করে জেলে যাওয়ায় তার চুক্তি হুমকির মুখে পড়ে গেল।