ম্যাচ শেষে দি মারিয়া বলেছেন,‘এটা আগেই লেখা হয়েছিল এবং এটা এরকমই ছিল। আমি এমন স্বপ্নই দেখেছিলাম যা সতীর্থদের বলেছিলাম।’ ক্যারিয়ারের শেষ ম্যাচ খেললেও শিষ্যকে এখনিই বিদায় দিতে মন চাচ্ছে না লিওনেল স্কালোনির।
তাই তো আরেকটি ফাইনাল খেলার জন্য দি মারিয়ারের কাছে অনেকটা অনুরোধই করে রাখলেন স্কালোনি।
তার অনেক সতীর্থ যখন আগেই বুটজোড় তুলে রেখেছে তখন ৩৭ বছর বয়সে এসে ক্যারিয়ারের ইতি টানছেন মারিয়া। তবে আজ কলম্বিয়ার বিপক্ষে তাকে দেখে স্কালোনির মনে হয়েছে ২৫ বছর বয়সের খেলোয়াড়ের মতো দৌড়াচ্ছেন তিনি।