নাসিম রুমি: বয়স ৩০ বছর হওয়ার পর ফুটবল ছাড়ার দিন গুণতে থাকেন অনেকে। ক্রিস্তিয়ানো রোনালদো ব্যতিক্রম। বয়স ৩০ ছড়ানোর পরও রয়েছেন দারুণ ছন্দে। সোমবার এএফসি চ্যাম্পিয়নস লিগে ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি করলেন জোড়া গোল।
রোনালদোর জোড়া গোলে আল নাসর ৩-১ ব্যবধানে হারিয়েছে আল গারাফাকে। বয়স ৩০ হওয়ার পর এ নিয়ে ৪৫০ তম গোলের আরেক মাইলফলকে পা রাখলেন রোনালদো!
তার ক্যারিয়ার গোল ৯১৩টি। ১০০০ গোল করে অবসর নেওয়ার যে ইচ্ছে, সেদিকে ছুটে চলেছেন দুরন্ত গতিতেই। নতুন এই মৌসুমে রোনালদোর গোল এখন ১৮টি, সঙ্গে অ্যাসিস্ট আছে ৪টি। এই রোনালদোকে থামাবে কে?
রোনালদোর প্রতিপক্ষ দলে ছিলেন রিয়ালের সাবেক খেলোয়াড় হোসেলু। ম্যাচের আগে তাকে অভিনন্দন জানান রোনালদো। হোসেলু এক গোল করলেও দলের হার বাঁচাতে পারেননি।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোল উৎসব করে আল নাসর। বিরতির পর খেলা শুরুর ৫০ সেকেন্ডের মধ্যে দলটিকে এগিয়ে যাওয়ার উল্লাসে মাতান ৪০ ছুঁইছুঁই রোনালদো। বক্সের ভেতর থেকে হেড করে জাল খুঁজে নেন তিনি। ৬৪তম মিনিটে আল নাসরের জয় নিশ্চিত করে নিজের পরের গোলটি পর্তুগিজ মহাতারকা করেন নিখুঁত শটে। সেটাও ছিল বক্সের ভেতর থেকে।
মাঝে ৫৮তম মিনিটে জাল খুঁজে নেন রোনালদোর সতীর্থ অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। এরপর ৭৫তম মিনিটে আল গারাফার পক্ষে ব্যবধান কমান হোসেলু। তবে তারা পুরো ১১ জন নিয়ে ম্যাচ শেষ করতে পারেনি তারা। ৮৪তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সেইদু সানো।
উয়েফা নেশন্স লিগে গত ১৬ নভেম্বর পর্তুগালের জার্সিতে পোল্যান্ডের বিপক্ষে দুবার জাল কাঁপান রোনালদো। আন্তর্জাতিক বিরতি শেষে ক্লাবে ফিরে গত শুক্রবার আল কাদাসিয়ার বিপক্ষে প্রো লিগের ম্যাচেও নিশানা ভেদ করেন তিনি। এবার তার ধারাবাহিক পারফরম্যান্সের তোপে ধরাশায়ী হয়েছে আল গারাফা।