জুভেন্টাস ছাড়ছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার পাওলো দিবালা। সমর্থকদের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তায় এ তথ্য জানিয়েছেন ২৮ বছর বয়সী এ ফুটবলার। গ্রীষ্মে জুভেন্টাসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে তার।
ইতালিয়ান ক্লাবটির হয়ে ২৯১ ম্যাচে ১১৫টি গোল করেছেন স্ট্রাইকার দিবালা। ২০২১-২২ মৌসুমে ৩৭ ম্যাচে পেয়েছেন ১৫ গোল। পালমেরো থেকে ২০১৫ সালে জুভেন্টাসে আসেন দিবালা। ৫টি লিগ টাইটেলসহ মোট ১২টি ট্রফি জিতেছেন দলের হয়ে।
টুইটারে দিবালা জুভেন্টাস ছাড়ার ঘোষণা দিয়ে লিখেছেন, ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলবো; এটা ভাবতেই কষ্ট হচ্ছে। কিন্তু এটাই আমাদের শেষ বিদায়। এটি সহজ হবে না। কিন্তু আমি হাসিমুখে মাথা উঁচু করে মাঠে আসবো। আমি আপনাদের সবটুকু উজাড় করে দিয়েছি।
দিবালা কোন ক্লাবে যোগ দেবেন; তা নিয়ে এরইমধ্যে গুঞ্জন শুরু হয়েছে। ব্রিটেনের সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ভবিষ্যতে আর্সেনালেও দেখা যেতে পারে দিবালাকে।