গত মৌসুমেও খেলার খুব একটা সুযোগ ছিল না আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার। বেশিরভাগ সময়ই বেঞ্চে বসে থাকতে হয়েছে তার। তাই এই মৌসুম শেষে তাকে বিক্রির গুজবও উঠেছিল। তবে সব জল্পনার কল্পনা অবসান হলো। জুভেন্টাসের হয়ে শুধু মাঠেই নামবেন না, পালন করবেন সহ-অধিনায়কের দায়িত্বও।
আন্দ্রে পিরলো বরখাস্ত হওয়ার পর আলেগ্রি ফিরে আসার পর পাল্টে গেল সবকিছু। তিনি এসেই দিবালাকে সহ-অধিনায়ক বানালেন। মঙ্গলবার ছিল আলেগ্রির প্রথম সংবাদ সম্মেলনে অধিনায়ক হিসেবে জর্জিও কিয়েলিনির নাম ঘোষণা করেন। আর দ্বিতীয় সহ-অধিনায়ক হিসেবে লিওনার্দো বোনুচ্চির নাম ঘোষণা করেন কোচ।
এ সময় দিবালার প্রশংসায় মাতেন জুভেন্টাস কোচ। তিনি বলেন, ‘এটা দিবালার জন্য খুব গুরুত্বপূর্ণ বছর হতে চলছে। মানসিক ও শারীরিকভাবে তাকে অনেক শক্তিশালী দেখাচ্ছে। আমি তার কাছে অনেক বেশি প্রত্যাশা করি। আমি তার সঙ্গে কথা বলেছি এবং তাকে খুবই অনুপ্রানিত মনে হয়েছে।’