জার্মান ফুটবলের কিংবদন্তি, ১৯৭৪ বিশ্বকাপ জয়ী তারকা গার্ড মুলার আর নেই। জার্মান সময় আজ রবিবার সকালে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
এফসি বায়ার্ন মিউনিখ ফুটবল ক্লাব তার মৃত্যুর কথা নিশ্চিত করেছে।
গার্ড মুলার জার্মানিকে জিতিয়েছেন ১৯৭৪ বিশ্বকাপ, তাও টোটাল ফুটবল দিয়ে বিশ্বমাতানো ইয়োহান ক্রুইফের নেদারল্যান্ডকে হারিয়ে! জয়সূচক গোলটি তারই করা।
১৯৭৪ বিশ্বকাপে রাজত্ব ছিল টোটাল ফুটবল নামের এক অভিনব উদ্ভাবনের। নেদারল্যান্ড ছিল টোটাল ফুটবলের আঁতুড়ঘর। তাদের রূপকথার নায়ক ছিলেন ইয়োহান ক্রুইফ। কেউ ভাবতে পারেনি এই টোটাল ফুটবল ফাইনালে পরাজিত হবে জার্মানদের শক্তির কাছে! তাই ঘটেছিল। গার্ড মুলারের গোলে জার্মানি জিতে যায় ২-১ এ। কবর রচিত হয় টোটাল ফুটবলের। জার্মানদের রূপকথার নায়ক বনে যান গার্ড মুলার।
.
তিনি ‘দ্য নেশনস বোম্বার’ নামে পরিচিত। গোলমেশিন শব্দটা বোধহয় তার ক্ষেত্রেই যায়। জার্মানির হয়ে ৬২ ম্যাচে করেছেন ৬৮ গোল। বুন্দেসলীগায় ৪২৭ ম্যাচে ৩৬৫ গোল। ইতিহাসের অন্যতম টপ গোল স্কোরার তিনি। বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ ১৪ গোল তার। এক ক্যালেন্ডার ইয়ারে (১৯৭২) সর্বোচ্চ ৮৫ গোলের রেকর্ড গার্ড মুলারের।