লিওনেল মেসিকে ছাড়া রবিবার সকালে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মাঠে নামে ইন্টার মায়ামি। নিউ ইয়র্ক সিটি এফসি’র বিপক্ষের এই ম্যাচে লুইস সুয়ারেজ গোল পেলেও জয় পায়নি দ্য হেরন্সরা। ১-১ গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করেছে।
এদিন ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় মায়ামি। এ সময় ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে জুলিয়ান গ্রেসেলের ক্রসে হেড নিয়ে জালে জড়ান সুয়ারেজ। তবে ৩৪ মিনিটে সমতা ফেরায় নিউ ইয়র্ক সিটি। কিয়েটন পার্কসের বাড়িয়ে দেওয়া বল থেকে ডান পায়ের শটে গোল করেন আলোনসো মার্টিনেজ। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিরতির পর ৪৯ মিনিটে আরও একটি গোলের সুযোগ পেয়েছিল আলোনসো মার্টিনেজ। কিন্তু সেটি রুখে দেন মায়ামির গোলরক্ষক। ৫৩ মিনিটে মায়ামির রবার্ট টেইলর একটি গোলের সুযোগ মিস করেন। এরপর সুয়ারেজের দু’টি দারুণ শট রুখে দেন নিউ ইয়র্কের গোলরক্ষক। ৮০ মিনিটের মাথায় সুয়ারেজের আরও একটি সুযোগ ধরে ফেলেন তিনি। যোগ করা সময়ে নিউ ইয়র্ক সিটির সান্তিয়াগো রদ্রিগুয়েজের বাম পায়ের শট রুখে দেন মায়ামির গোলরক্ষক। তাতে ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচ।