English

20 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫
- Advertisement -

চোট কাটিয়ে ফিরছেন নেইমার

- Advertisements -

নাসিম রুমি: গত বছরের অক্টোবর মাসে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে চোট পান নেইমার জুনিয়র। স্ট্রেচারে করে কাঁদতে কাঁদতে তখন মাঠ ছাড়তে হয় তাকে।

সেই ঘটনার ঠিক এক বছর পর সুখবর পেতে পাচ্ছে ব্রাজিল সমর্থকরা। আল হিলালের পরবর্তী ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন নেইমার।

এমনটাই ইঙ্গিত দিয়েছেন ক্লাবটির কোচ হোর্হে জেসুস।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আগামী সোমবার আল আইনের মুখোমুখি হবে আল হিলাল।

সেই ম্যাচে ফিরবেন নেইমার। এমন সম্ভাবনার কথা জানিয়ে ক্লাব কোচ বলেন, গতকাল নেইমারের চোট পাওয়ার এক বছর পূর্ণ হলো।

চিকিৎসাগত দিক থেকে সে পুরোপুরি সেরে উঠেছে এবং অনুশীলনেও যোগ দিয়েছে।

২০২৩ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে শুরুর একাদশে থেকে খেলা শুরু করেন নেইমার। কিন্তু ৪৩ মিনিটে ঘটে বিপত্তি। ইনজুরিতে পড়েন তিনি। পেরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। পরবর্তীতে পরীক্ষা করানোর পর জানা যায় বাঁ হাঁটুতে এসিএল চোটের সঙ্গে দুটি মেনিসকাসও ক্ষতিগ্রস্ত হয়েছিল ব্রাজিলিয়ান সুপারস্টারের। ম্যাচটিতে ২-০ ব্যবধানে হারে ব্রাজিল।

এদিকে নেইমারকে এখনও সৌদি প্রো লিগে নিবন্ধন করানো হয়নি। তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপের হয়ে নিবন্ধিত হয়েছেন তিনি। সর্বশেষ এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নাসাজি মাজানদারানের বিপক্ষে ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন তিনি।

তবে সব অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী সোমবার আবারও মাঠে ফিরতে পারেন তিনি। যদিও পরিপূর্ণ ফিট না হলে তাকে খেলানোর কথা ভাবছেন না কোচ। তবে ক্লাবের হয়ে খেললে জাতীয় জলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও খেলতে পারবেন তিনি। সেক্ষেত্রে আগামী ১৫ নভেম্বর ভেনেজুয়েলা এবং ২০ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে মাঠে দেখা যাবে তাকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন