এমনিতেই সময়টা মোটেই ভালো যাচ্ছে না পিএসজির। তার মধ্যে চোট সমস্যায় ফেলে দিল।
এবার চোটের কবলে নেইমার। পেশিতে চোট লাগায় কয়েকটি ম্যাচে খেলবেন না পিএসজির তারকা ফুটবলার। তবে সেই সমস্যা খুব গুরুতর না বলেই জানা যাচ্ছে। তবে লিগ ওয়ানে মঁপেলিয়ের বিপক্ষে খেলবেন না নেইমার।
৩০ বছর বয়সী তারকা ফুটবলার সবশেষ ম্যাচ খেলেন রেইমসের বিপক্ষে। মাঠে নেমে গোলও করেন। তবে ম্যাচের ৮৫ মিনিটের মাথায় তাকে তুলে নেওয়া হয়।
মঁপেলিয়ের বিপক্ষে বুধবারের ম্যাচের জন্য নেইমারকে দলে রাখা হয়নি বলে জানিয়েছে তার ক্লাব। ক্লাব নিশ্চিত করেছে যে, নেইমারের পেশিতে কিছু সমস্যা দেখা গিয়েছে। সেই সমস্যার জন্য কয়েকদিন চিকিৎসকের অধীনে থাকবেন তিনি।
ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে পিএসজি জানায়, পেশির চোটে ভুগছেন নেইমার এবং এ জন্য ম্যাচের আগের দিন অনুশীলনও করেননি।
নেইমারকে হারানো পিএসজির জন্য জন্য বড় ধাক্কাই হতে পারে। কারণ চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে ১৭ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৫টি করিয়েছেন এই ব্রাজিলিয়ান।