চিলিকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শনিবার ভোরে রিও ডি জেনিরোর এস্তাদিও নিল্টন সান্তোস স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধ গোলশূন্য শেষ হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় তিতের শিষ্যরা। ম্যাচের ৪৬তম মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন লুকাস পাকুয়েতা।
তবে গোল করার দুই মিনিট পরেই বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। লাল কার্ড দেখেছেন গ্যাব্রিয়েল জেসুস। চিলির ইউজেনিও মেনার মুখে লাথি দেওয়ায় ম্যানচেস্টার সিটি তারকাকে লালকার্ড দেখান রেফারি। বাকি সময় দশজন নিয়েই খেলতে হয় সেলেসাওদের। কিন্তু দশজনের ব্রাজিলের বিপক্ষেও গোল পায়নি ভিদাল-মেডেলদের চিলি।
ম্যাচের ৬২তম মিনিটে ব্রাজিলের জালে বল ঢুকিয়েছিল চিলি। তবে অফসাইডের কারণে সেটিকে গোল ধরা হয়নি। ফ্রি-কিক থেকে আসা বল বক্সের মধ্যে পেয়ে ব্রাজিলের জালে বল জড়িয়ে দিয়েছিলেন এডুয়ার্ডো ভার্গাস।
পাকুয়েতার করা গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়, বর্তমান চ্যাম্পিয়নদের পৌঁছে দেয় সেমিফাইনালে। এর আগে প্রথম কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে প্যারাগুয়েকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পেরু।