যে সৌদি আরব তাদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার মতো দলকে উড়িয়ে দিয়েছিল, সেই তারাই আজ পোল্যান্ডের কাছে হার মানল। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে শনিবার বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জিতে নিয়েছে রবার্ট লেভানদোস্কির দল। পরাজয়ের পাশাপাশি প্রথমার্ধে পেনাল্টি মিসের হতাশায় পুড়তে হচ্ছে সৌদি আরবকে।
আজকের ম্যাচে পিওতর জেলিনস্কির গোলে পোল্যান্ড এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান তাদের রেকর্ড গোলদাতা লেভানদোভস্কি।
এদিকে পোল্যান্ডের এই জয়ে চাপ বেড়ে গেল আর্জেন্টিনার ওপর। শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে ‘সি’ গ্রুপের অঙ্ক আরো জটিল হয়ে উঠল।
এই ম্যাচের পর ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে পোল্যান্ড। দুই ম্যাচে তাদের পয়েন্ট ৪। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সৌদি আরব। এদিকে পোল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করায় মেক্সিকোর ১ পয়েন্ট।
পয়েন্ট টেবিলের তলানিতে থাকা আর্জেন্টিনা আজ রাতে মেক্সিকোর বিপক্ষে নামার আগে প্রবল চাপে পড়ে গেল। ম্যাচটি আর্জেন্টিনাকে জিততেই হবে। তবেই বিশ্বকাপের লড়াইয়ে টিকে থাকবেন মেসিরা। কোনো কারণে মেসিরা পয়েন্ট নষ্ট করলে তাদের পরের রাউন্ডে যাওয়ার সুযোগ অনেক কমে যাবে।