English

21 C
Dhaka
রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫
- Advertisement -

ঘরের মাঠে জয় পেল না রোনালদোর আল-নাসর

- Advertisements -

নাসিম রুমি: সৌদি প্রো লিগের রিয়াদ ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালের কাছে পয়েন্ট খোয়াল আল-নাসর।

শুক্রবার (১ অক্টোবর ) রাতে দারুণ এক গোলে ম্যাচ শুরু করে রোনালদোর আল নাসর। প্রথম মিনিটেই এগিয়ে যায় তারা। ওতাভিওর দেওয়া ক্রস বক্স থেকে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে জাল খুঁজে নেন তালিস্কা। ৩৮তম মিনিটে বল জালে পাঠান আল হিলালের আলেক্সান্ডার মিত্রোভিচ। ডান দিক থেকে করা কর্নার থেকে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান তিনি। তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

৪২তম মিনিটে বল জালে পাঠান তালিস্কা। মাঝমাঠ থেকে ওতাভিওর দেওয়া থ্রু পাস ধরে লক্ষ্যভেদ করেন তিনি। তবে অফসাইডের কারণে এই গোলটিও বাতিল হয়ে যায়। বিরতির পর আরও একবার বল জালে পাঠায় স্বাগতিকরা। ব্রোজোভিচের শট আল-হিলাল গোলরক্ষক ইয়াসিন বোনো ঠেকিয়ে দিলেও ফিরতি বল জালে পাঠান তালিস্কা। ততক্ষণে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

৭৭তম মিনিটে আল দাওয়াসারির ব্যাকহিল পাস থেকে বল পান লোদি। তার দেওয়া ক্রস হেডে জালে পাঠান মিলিনকোভিচ স্যাভিচ। ৮৫তম মিনিটে বল টেনে নিয়ে বক্সে শট নেওয়ার আগে আল-নাসর গোলরক্ষকের ফাউলের শিকার হন মিত্রোভিচ।

এতে পেনাল্টির আবেদন জানায় আল-হিলাল। পরে ভিএআর দেখে পেনাল্টি পাওয়া হয়নি সফরকারীদের। শেষদিকে আর কোনো গোল না হলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুদলকে। এ ম্যাচে রোনালদো কোন চমক দেখাতে পারেনি। তার ভূুমিকা ছিল বুড়ো সিংহের মতো।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন