English

26 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
- Advertisement -

‘গোল্ডেন বুট’ জয়ের লড়াইয়ে আলভারেজ

- Advertisements -

কাতারে চলমান ফুটবল বিশ্বকাপের ফাইনালে ওঠে গেছে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।  মঙ্গলবার রাতে লুসাইল স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা। ম্যাচে লিওনেল মেসি করেছেন একটি গোল। অপর দুটি গোল এসেছে হুলিয়ান আলভারেজের পা থেকে।

জোড়া গোলে বিশ্বকাপের ‘গোল্ডেন বুট’ জয়ের লড়াইয়ে যোগ দিয়েছেন আলভারেজ। এবারের আসরের সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে এগিয়ে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও আর্জেন্টাইন তারকা মেসি। দুজনেরই গোলসংখ্যা ৫টি। চারটি করে গোল নিয়ে মেসি-এমবাপ্পের পরই আছেন আরেক ফরাসি স্ট্রাইকার অলিভিয়ের জিরু ও আর্জেন্টিনার তারকা আলভারেজ।

তিন গোল করে এই লড়াইয়ে ছিলেন ব্রাজিলের রিচার্লিসন, ইংল্যান্ডের বুকায়ো সাকা ও মার্কাস রাশফোর্ড, স্পেনের আলভারো মোরাতা এবং পর্তুগালের গনসালো রামোস। কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন তাঁরা। তাই এবারের গোল্ডেন বুট জেতার রেসে আছেন চারজন—এমবাপ্পে, মেসি, জিরু ও আলভারেজ।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩৯তম মিনিটে ম্যাচে নিজের প্রথম গোলটি করেন আলভারেজ। কাউন্টার অ্যাটাকে বল পেয়ে মাঝমাঠ থেকে কয়েকজনকে বোকা বানিয়ে গোলটি করেন এই ম্যানসিটি তারকা। বিরতির পরও নিজেদের আধিপত্য ধরে রাখে আলবিসেলেস্তেরা। ৬৯তম মিনিটে মেসির দুর্দান্ত অ্যাসিস্টে নিজের দ্বিতীয় ও আর্জেন্টিনার তৃতীয় গোলটি করেন আলভারেজ। ক্রোয়েটদের বিপক্ষে তার প্রথম গোলটি এরই মধ্যে সামাজিক যোগযোগ ভাইরাল হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন