আইভরি কোস্টে খেলার মাঠেই এক ফুটবলার মারা গেছেন। মোস্তফা সিলা নামের এই ডিফেন্ডার দেশটির প্রথম বিভাগের ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান।
রোববার (৫ মার্চ) প্রথম বিভাগের ম্যাচে রেসিং ডি আবিদজান ক্লাবের হয়ে সোল এফসির বিপক্ষে খেলতে নেমেছিলেন মোস্তফা সিলার। এই সময় অসুস্থ হয়ে মারা যান ২১ বছর বয়সী এই ডিফেন্ডার।
রেসিং ডি আবিদজানের (আরসিএ) ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সোল এফসির বিপক্ষে ম্যাচে খেলার সময় মাঠেই অসুস্থ হয়ে মারা গেছেন আমাদের আরসিএ ডিফেন্ডার মোস্তফা সিলা।’
২০২০ সালে জাতীয় চ্যাম্পিয়ন শিরোপা জয় করেছিল রেসিং ডি আবিদজান ক্লাব। বর্তমানে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার সপ্তম অবস্থানে রয়েছে দলটি।