নাসিম রুমি: বয়স চল্লিশ ছুঁইছুঁই হয়ে গেছে। এই বয়সেও ফুটবল মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৯০০ গোলের মাইলফলক ছাড়িয়ে ছুটছেন হাজার গোলের দিকে। কেন রোনালদো ব্যতিক্রম- সে সম্পর্কে অনেক কিছুই বলা যেতে পারে। তবে বার্সেলোনার পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কি মনে করেন, গোলের ক্ষুধা আর ভুল থেকে নিজের ওপর রাগ- এই দুটোই রোনালদোকে আলাদা করেছে।
নেশনস লিগের ম্যাচে আগামী শনিবার রাতে মুখোমুখি হবে পর্তুগাল ও পোল্যান্ড। সেই ম্যাচের আগে পোলিশ অধিনায়ক লেভানডফস্কি বলেছেন, ‘ক্রিস্টিয়ানো ইতিহাসের অনেক পাতাই লিখেছে। সেসব সময় তার আশপাশে যারা আছে, তাদের জন্য মানদণ্ডটা অনেক ওপরে তুলে দেয়। এটা এমন কিছু যা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। যদিও সেসব কিছু কিংবা প্রায় সব কিছু অর্জন করেছে। এখন তার বয়স ৩৯, ৪০ প্রায় ছুঁই ছুঁই। কিন্তু এটা স্পষ্ট যে এখনো তার ক্ষুধা আছে। যে রাগ এবং স্নায়ুচাপ সে দেখায়, সেটাই তার ক্ষুধার প্রমাণ দেয়।’
রোনালদোর মতো ব্যতিক্রমী ফুটবলার খুব কমই আছে- মন্তব্য করে লেভা বলেছেন, ‘আমার মনে হয় তার মধ্যে যদি ক্রোধ না থাকত, তবে তাকে দেখে মনে হতো, সে শুধু খেলার জন্য খেলে যাচ্ছে। কিন্তু এখনো তার মধ্যে ক্ষুধা আছে। আর শারীরিকভাবেও তাকে খুব ভালো অবস্থায় আছে বলে মনে হয়। এর অর্থ হচ্ছে সে যে পথ বেছে নিয়ে সেটা সফল। বয়স যেমনই হোক না কেন, তার পরিসংখ্যান বেড়েই চলেছে। তবে তার ব্যাপারটা ব্যতিক্রম। তার মতো ব্যতিক্রমী দৃষ্টান্ত কমই পাওয়া যাবে।’
বার্সেলোনার এই তারকা আরও বলেন, ইতোমধ্যেই রোনালদোর নাম ফুটবল ইতিহাসে লেখা হয়ে গেছে। তার ভাষায়, ‘রোনালদো তার পুরো ক্যারিয়ারে যা অর্জন করেছে, যেভাবে সে নিজের কৃতিত্ব দিয়ে ফুটবলের ইতিহাসকে আকার দিয়েছে এবং যেসব রেকর্ড সে নিজের করে নিয়েছে, সেসব অস্বীকারের কোনো সুযোগ নেই। এগুলো অবশ্যই ফুটবল ইতিহাসে খোদাই হয়ে থাকবে।