নাসিম রুমি: চিলির বিপক্ষে কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচে নতুন করে চোট পেয়েছেন ফুটবল জাদুকর ও আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তার চোটের গুরুত্ব বুঝতে মেডিকেল পরীক্ষা করা হবে বলে জানিয়েছে আর্জেন্টিনা।
ডান পায়ের অ্যাডাকটর পেশিতে হওয়া অস্বস্তি সম্পর্কে ম্যাচশেষে মেসি বলেছেন, ‘আমি যতটুক বুঝেছি এটি আমাকে কিছুটা ভোগাচ্ছিল। তবে আমি খেলা শেষ করতে পেরেছি। আশা করি এটি গুরুতর কিছু নয়। একটা পর্যায়ে পুরোপুরি স্বাচ্ছন্দ্যের সঙ্গে দৌড়াতে অসুবিধা তৈরি করছিল। আগামীকাল দেখবো, কী অবস্থা দাঁড়ায়।
আজ লাউতারো মার্তিনেজের গোলে চিলিকে ১-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়নরা। মেসির ব্যাপারে পুরো সতর্ক থাকতে তিনদিন পর পেরুর বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে মেসিকে বিশ্রামে রাখতে পারে আর্জেন্টিনা।
আজকের ম্যাচের ২৪তম মিনিটের দিকে প্রথম অস্বস্তিতে পড়েন মেসি। কিছু সময়ের জন্য মাঠের বাইরেও চলে যান। কোচিং স্টাফদের দেওয়া প্রাথমিক চিকিৎসা নিয়ে ফের খেলায় ফেরেন তিনি।
এ বছরের মার্চে মায়ামির হয়ে খেলার সময় হ্যামস্টিংয়ের চোটে পড়ে বেশ কিছুদিন খেলার বাইরে ছিলেন মেসি। খেলা শেষে মেসি জানান তিনি সুস্হ ছিলেননা। গলাব্যাথা ও জ্বরে আক্রান্ত হয়েই খেলেছেন।