English

23 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

কোপা আমেরিকার সেরা একাদশে মেসিদের আধিপত্য

- Advertisements -

আর্জেন্টিনার হয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জিতেছেন লিওনেল মেসি। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ইতিহাসে দলকে সর্বোচ্চ ১৬তম বারের মতো চ্যাম্পিয়ন করার পথে অধিনায়কত্ব করেছেন তিনি।

তবে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেসি এবার সেভাবে পারেননি। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে একটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন ৮ বারের ব্যালন ডি অর জয়ী।

কিন্তু পাফরম্যান্সে উজ্জ্বল না হয়েও ঠিকই কোপা আমেরিকার সেরা একাদশে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।

টুর্নামেন্ট শেষ হওয়ার দুই সপ্তাহ পর দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশনের (কনমেবল) প্রকাশিত  সেরা একাদশে মেসি ছাড়াও আর্জেন্টিনার চার ফুটবলার জায়গা পেয়েছেন। বাকিরা হচ্ছেন এমিলিয়ানো মার্তিনেস, ক্রিস্টিয়ান রোমেরো, রদ্রিগো দি পল ও লাউতারো মার্তিনেজ। অপরাজিত চ্যাম্পিয়নের মতোই টুর্নামেন্টের একাদশেও আধিপত্য দেখিয়েছে আলবিসেলেস্তারা।

রানার্স আপ কলম্বিয়ার দুজন এবং একজন করে সুযোগ পেয়েছে কানাডা, ব্রাজিল, উরুগুয়ে ও ইকুয়েডরের।

পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার গোলবারে ‘চীনের প্রাচীর’ হয়ে দাঁড়ানো গোলরক্ষক মার্তিনেসের জায়গা পাওয়া অনুমিত ছিল। তার সঙ্গে সর্বোচ্চ ৫ গোল করা মার্তিনেস ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হামেস রদ্রিগেজেরও সেরা একাদশে থাকাটা নিশ্চিতই ছিল।

৪-৩-৩ ফর্মেশনে রক্ষণভাগের দায়িত্ব পেয়েছেন কানাডার অ্যালিস্টার জনস্টন, কলম্বিয়ার দাভিনসন সানচেস, ইকুয়েডরের পিয়েরো হিনকাপি ও রোমেরো।

মাঝমাঠে রদ্রিগেজের সঙ্গে উরুগুয়ের ম্যানুয়েল উগার্তে এবং দি পল। আক্রমণভাগে মেসি-মার্তিনেসের সঙ্গে রাফিনিয়া।

২০২৪ কোপা আমেরিকার সেরা একাদশ :

এমিলিয়ানো মার্তিনেস (আর্জেন্টিনা), অ্যালিস্টার জনস্টন (কানাডা), দাভিনসন সানচেস (কলম্বিয়া), ক্রিস্টিয়ান রোমেরো (আর্জেন্টিনা), পিয়েরো হিনকাপি (একুয়েডর), হামেস রদ্রিগেজ (কলম্বিয়া), ম্যানুয়েল উগার্তে (উরুগুয়ে), রদ্রিগো দি পল (আর্জেন্টিনা), রাফিনিয়া (ব্রাজিল), লাউতারো মার্তিনেজ (আর্জেন্টিনা), লিওনেল মেসি (আর্জেন্টিনা)।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

বলিউডে টিকছেন না রণবীর

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন