English

21 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

- Advertisements -

কোপা আমেরিকার গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে। ১৩ জুন শুরু হয়ে ২৯ জুন ভোরে আর্জেন্টিনা-বলিভিয়ার লড়াই দিয়ে শেষ হয় গ্রুপপর্বের খেলা। এবার শুরু হচ্ছে নকআউটের মহারণ।

গ্রুপ এ ও বি থেকে এর মধ্যে ৮টি দল নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। দুই গ্রুপ থেকে শেষে আটের টিকিট কাটা দল গুলো হলো, পেরু, প্যারাগুয়ে, ব্রাজিল, চিলি, উরুগুয়ে, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ইকুয়েডর। বাদ পড়েছে ভেনিজুয়েলা ও বলিভিয়া।

কোয়ার্টার ফাইনাল শুরু হবে ৩ জুলাই, শেষ হবে ৪ জুলাই। দুটি করে খেলা অনুষ্ঠিত হবে দিনে। এক নজরে দেখে নেওয়া যাক কখন, কোথায় খেলা।

তারিখ             সময়           ম্যাচ                                      কোথায়

৩ জুলাই          রাত ৩টা      পেরু-প্যারাগুয়ে                               গোয়ানিয়া
৩ জুলাই          ভোর ৬টা     ব্রাজিল-চিলি                                 রিও ডি জেনেরিও
৪ জুলাই          ভোর ৪টা      উরুগুয়ে-কলম্বিয়া                             ব্রাজিলিয়া
৪ জুলাই          সকাল ৭টা     আর্জেন্টিনা-ইকুয়েডর                          গোয়ানিয়া

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন