নাসিম রুমি: ফুটবলের মহাতারকা হলেও ব্যক্তিগত কিছু পছন্দতো মানুষের থাকেই। তেমনই আইসক্রিম খেতে পছন্দ করেন মেসি। আর কদিন পরেই আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে নামবেন লিওনেল মেসি।
তার আগে ইএসপিএন আর্জেন্টিনাকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অনেক মনের কথা খুলে বলেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। সেখানেই তিনি প্রকাশ করেছে তার পছন্দের আইসক্রিম ফ্লেভার। লাতিন আমেরিকার ঐতিহ্যবাহী ‘ডুলসে দে লেচে’ এবং ‘বানানা স্প্লিট’ ফ্লেভার সবচেয়ে বেশি ভালোবাসেন মেসি।
কতদিন ধরে ফুটবল খেলবেন মেসি তার উত্তরে তিনি জানান, ‘যতদিন শারীরিকভাবে ফিট বোধ করি এবং সেরাটা দিতে সক্ষম থাকি, জাতীয় দলকে সাহায্য করতে পারি, ততদিন আমি খেলা চালিয়ে যেতে চাই।’ এখনো দারুণ ফিট আছেন তিনি। অর্থাৎ আরও অনেকদিন মেসিকে ফুটবল মাঠে দেখতে পাবেন তার ভক্তরা