চ্যাম্পিয়নশিপের দল কভেন্ট্রি সিটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ইংলিশ মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। এ নিয়ে দেড় বছর পর কোচিংয়ে ফিরলেন তিনি।
ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ক্লাব কভেন্ট্রি সিটি তাঁকে আড়াই বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে। আগের কোচ মার্ক রবিনসের স্থলাভিষিক্ত হয়েছেন ল্যাম্পার্ড। রবিনসকে বরখাস্ত করা হয় এই মাসের শুরুতে, যখন চ্যাম্পিয়নশিপের ১৪ ম্যাচের মধ্যে সাতটিতে হারের পর ক্লাবটির পারফরম্যান্স অবনতির দিকে চলে যায়। বর্তমানে কভেন্ট্রি সিটি চ্যাম্পিয়নশিপ টেবিলে ১৭ নম্বরে অবস্থান করছে এবং অবনমন অঞ্চল থেকে ২ পয়েন্ট উপরে রয়েছে।
ল্যাম্পার্ড ২০২৩ সালের মে মাসে চেলসির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব শেষ করেন। এরপর থেকে তিনি কোচিংয়ের বাইরে ছিলেন। এর আগে ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত চেলসির প্রধান কোচের দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে ডার্বি কাউন্টি থেকে কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি, এবং চেলসির দায়িত্বে থাকার পর ২০২২ সালে এক বছর প্রিমিয়ার লিগের দল এভারটনকে কোচিং করান।