নেইমার জুনিয়রের বিকল্প হিসেবে কিলিয়ান এমবাপ্পেকে কিনতে চেয়েছিল বার্সেলোনা। কিন্তু গতি, ড্রিবলিং ও দুই পায়ে সমান পারদর্শী উসমান ডেম্বেলে বেশি প্রতিভাবান মনে হয়েছিল বার্সা বোর্ডের। যে কারণে বরুশিয়া ডর্টমুন্ড থেকে মোটা অঙ্কের অর্থে তাকে ক্যাম্প ন্যু’তে ভিড়িয়েছিল কাতালানরা।
ইনজুরির কারণে ১৬০ মিলিয়ন ইউরোর ডেম্বেলে বার্সার জার্সিতে প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি। ছয় মৌসুমে ১৮৫ ম্যাচে করেন ৪০ গোল। পিএসজি’তেও ধারাবাহিক নন তিনি। চলতি মৌসুমে ৫৫ ম্যাচে ১১ গোল তার নামের পাশে। ওই ডেম্বেলে জানিয়ে দিয়েছেন কবে পেশাদার ফুটবলকে বিদায় বলবেন। অবসরের পর কী করবেন তাও জানিয়ে দিয়েছেন।
রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার অঁরেলিন চুয়ামেনির সঙ্গে এক আলাপে ফ্রান্স ফরোয়ার্ড বলেন, ‘আমি ৩৪ বছর বয়সে অবসর নিতে চাই। এরপর আমি আফ্রিকা ও ফ্রান্সে প্রোপার্টির (জমি ও সম্পত্তি) ব্যবসা করতে চাই।’