পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়া নিয়ে এখনো নাটক চলছেই। অনেকগুলো বড় ক্লাব তাকে কেনার লড়াই থেকে সরে গেছে। রোনালদোও ফিরেছেন ক্লাবের প্রাক-মৌসুম প্রস্তুতিতে। ইউনাইটেড ম্যানেজার এরিক টেন হাগ এখনো রোনালদোর থেকে যাওয়ার ব্যাপারে আশাবাদী।
একই সঙ্গে বারবার রোনালদো বিষয়ে বলতে বলতে বিরক্তও।
গত রবিবার ভায়োকানোর বিপক্ষে ১-১-এ ড্র হওয়ার ম্যাচটি শেষ হওয়ার আগেই ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়াম থেকে বেরিয়ে যান রোনালদো। বিষয়টি নিয়ে তুমুল জল্পনা শুরু হয়। তাহলে কি এবার ম্যান ইউ ছেড়েই দিলেন সিআর সেভেন? এমন ঘটনা ‘অগ্রহণযোগ্য’ হিসেবে মন্তব্য করেছেন ম্যান ইউ কোচ রায়ান টেন হাগ।ব্রাইটনের বিপক্ষে ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে টেন হাগ বলেন, ‘আমি আপনাদের আগেও বলেছি যে (রোনালদোর সঙ্গে) এই মৌসুমের পরিকল্পনা হয়ে গেছে। আমাদের একজন শীর্ষ স্ট্রাইকার আছে এবং সে এখানে থেকে যাওয়ায় আমি ভীষণ খুশি। সে আমাদের স্কোয়াডে আছে এবং আমরা আমাদের পরিকল্পনায় অটুট আছি। ‘
এ সময় বারবার রোনালদোর ক্লাব ছাড়ার ব্যাপারে প্রশ্ন করায় চটে যান টেন হাগ। তিনি বলেন, ‘অনেক খেলোয়াড়ই তো চলে গেছে, কিন্তু সব আলোচনা ক্রিশ্চিয়ানোকে ঘিরে এবং এটা ঠিক নয়। আমি আমার পুরো দল নিয়ে খুবই সন্তুষ্ট। দলে একটা ভালো সংস্কৃতি আছে। রোনালদো প্রচুর পরিশ্রম করছে। ‘