English

16 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫
- Advertisement -

‘কঠিন’ সময়ে এমবাপ্পের পাশে দাঁড়ানোর আহ্বান আনচেলত্তির

- Advertisements -

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের সময়টা একদমই ভালো যাচ্ছে না। কিলিয়ান এমবাপ্পের অবস্থাও একই।

গতকাল লিভারপুলের বিপক্ষে কিছু করে দেখাতে পারেননি তিনি। সঙ্গে যোগ হয়েছে পেনাল্টি মিস করার হতাশাও। তবে ফরাসি এই ফরোয়ার্ডকে নিয়ে হতাশ নন কোচ কার্লো আনচেলত্তি। তার পাশে দাঁড়িয়েছেন সতীর্থ জুড বেলিংহ্যামও।

গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে ২-০ ব্যবধানে হারে রিয়াল। শুরুতে মাক আলিস্তারের গোলে ইংলিশ ক্লাবটি এগিয়ে যাওয়ার পর সুযোগ এসেছিল রিয়ালের সামনে। তবে পেনাল্টি মিস করে হতাশা বাড়ান এমবাপ্পে। তার এমন কঠিন সময়ে পাশে পেয়েছেন আনচেলত্তিকে। এমবাপ্পেকে আরও সমর্থন দেওয়ার কথা জানান তিনি।

রিয়াল কোচ বলেন, ‘তার জন্য এটা কঠিন সময়। তাকে আমাদের সমর্থন দিতে হবে এবং ভালোবাসা দিতে হবে। দ্রুতই সে ছন্দ ফিরে পাবে। হতে পারে আত্মবিশ্বাসের ঘাটতি। কখনও কখনও এমন সময় আসে, যখন কোনো কিছু পক্ষে থাকে না। তবে সেই সময় পেরিয়ে যাওয়া যায়। অনেকে পেনাল্টিতে ব্যর্থ হয়, এটা অনেক সময়ই ঘটে। এর জন্য তাকে খুব একটা দোষ দেওয়া যাবে না। ’

এতই সুরে কথা বলেছেন বেলিংহ্যামও। এমবাপ্পেকে অসাধারণ খেলোয়াড়ের তকমা দিয়ে তিনি জানান সামনে আরও বেশি ভালো পারফরম্যান্স উপহার দেওয়ার কথা।

ইংলিশ এই মিডফিল্ডার বলেন, ‘এমবাপে বিস্ময়কর এক খেলোয়াড়। অসাধারণ খেলোয়াড় হওয়ায় তার ওপর এখন প্রবল চাপ। পেনাল্টির জন্য আমরা ম্যাচ হারিনি। ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমি জানি, সে সামনে এমন অনেক পারফরম্যান্স উপহার দেবে, যা ক্লাবের জন্য অনকে বড় কিছু। ’

নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে এই পর্যন্ত পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে রিয়াল। ৬ পয়েন্ট নিয়ে তারা আছে ২৪ নম্বরে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন