নাসিম রুমি: উরুগুয়ের কাছে ঘরের মাঠে ১৯৮৭ সালের পর প্রথমবার হারলো আর্জেন্টিনা। হারের পর অধিনায়ক লিওনেল মেসি মাঠে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। হারের কারণ জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের জন্য খেলা কঠিন ছিল, তারা শক্তিশালী ছিল, তারা একে অপরের সাথে খেলে, মাঝমাঠে তাদের শারীরিক এবং ফাস্ট খেলোয়াড় ছিল। আর সত্যটি হল আমরা নিজেদের খেলা খুজে পাইনি।’
মেসি যোগ করেন, ‘আমরা তাদের ছন্দে আটকে গিয়েছিলাম এবং আমাদের পক্ষে দ্রুত বলের নিয়ন্ত্রণ নেয়া কঠিন হয়ে পড়েছিল। আমরা কখনই স্বাচ্ছন্দ্য বোধ করিনি।’
উরুগুয়ের এই দারুণ জয়ের পেছনে মাস্টার ট্যাকটিশিয়ান মার্সেলো বিয়েলসারও প্রশংসা করেন মেসি, ‘তিনি যে দলে ছিলেন বা যে ক্লাবে ছিলেন, সবগুলোতেই তার হাত দেখা যায়। ওদের দলটা খুব ভালো, যারা খুব ভালো খেলে আমাদের হারতে হয়েছে। আমাদের উঠে দাঁড়াতে হবে এবং ব্রাজিলে গিয়ে জেতার তাদের হারাতে চেষ্টা করতে হবে’।