ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের শুভেচ্ছা বার্তায় সাড়া দিয়েছেন ব্রাজিল কিংবদন্তি পেলে। এর সঙ্গে এমবাপ্পেকে ধন্যবাদ জানিয়ে পেলে বলেছেন, ফ্রান্স তারকা তার রেকর্ড ভেঙে দেওয়ায় খুশি তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটে ব্রাজিলিয়ান কিংবদন্তি ও ফুটবল রাজা পেলের সুস্থতার জন্য এমবাপ্পে তার সমর্থকদের প্রতি প্রার্থনা করার আহ্বান জানান। কারণ, পেলে দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছেন ও সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সেই টুইটের জবাবে পেলে পিএসজি ফুটবলারকে ধন্যবাদ জানান।
পেলে লিখেছেন, আপনাকে (এমবাপ্পে) ধন্যবাদ। আপনি এই বিশ্বকাপে আমার আরেকটি রেকর্ড ভেঙেছেন। আমার বন্ধু, এটি দেখে আমি খুশি।
মরুর বুকে বিশ্ব ফুটবল আসরের শেষ ষোলোর ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে দুটি গোল করেছেন এমবাপ্পে। এতে পেলের রেকর্ড ভেঙে দিয়েছেন ফ্রান্সের এই ফরোয়ার্ড। ২৪ বছরের আগেই বিশ্বকাপে ৯টি গোল করে পেলেকে ছাড়িয়ে গেছেন তিনি।
এদিকে শেষ চার নিশ্চিতের ম্যাচে কোয়ার্টার ফাইনালে শনিবার (১০ ডিসেম্বর) সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।