English

19 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

এমবাপ্পের রিয়ালকে গুঁড়িয়ে দিলো বার্সেলোনা

- Advertisements -

নাসিম রুমি: রিয়াল মাদ্রিদে পা রেখে ফুটবল ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে কিলিয়ান এমবাপ্পে দারুণ কিছু করে দেখাতে পারলেন না। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়কের প্রথম এল ক্লাসিকোতে গোল উৎসব করলো বার্সেলোনা। রবার্ট লেভানডোভস্কি দুইবার জাল কাঁপিয়ে এমবাপ্পের ক্লাসিকো অভিষেক হতাশার চাদরে মুড়িয়ে দিলেন। শনিবার ৪-০ গোলে রিয়ালকে গুঁড়িয়ে দিয়েছে বার্সেলোনা।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর সান্তিয়াগো বার্নাব্যুতে তিন মিনিটে দুই গোল করেন লেভানডোভস্কি। ৫৪তম মিনিটে তরুণ সতীর্থ মার্ক কাসাদোর দারুণ পাস থেকে পোলিশ স্ট্রাইকার জাল কাঁপান। তিন মিনিট পর হেডে দ্বিতীয় গোল করে বার্নাব্যু স্টেডিয়ামে পিনপতন নীরবতা এনে দেন। এই মৌসুমে ১৬ ও ১৭ নম্বর গোল করার পর তার হ্যাটট্রিকের পথে বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট।

৭৭তম মিনিটে লামিনে ইয়ামাল স্কোর ৩-০ করেন। ১৭ বছর বয়সী তারকা আড়াআড়ি শটে গোলকিপার আন্দ্রি লুনিনকে পরাস্ত করে ক্লাসিকোর সর্বকনিষ্ঠ গোলদাতা হন। এরপর রাফিনহা যোগ দেন বার্সার গোল উৎসবে। গোলের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল, সেই সুযোগে বল পেয়ে সহজেই ৮৪তম মিনিটে লুনিনের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ৪-০ গোলে এগিয়ে যান।

সাদা জার্সিতে বার্সেলোনার বিপক্ষে প্রথম ম্যাচ হতাশায় শেষ করে করলেন এমবাপ্পে। বার্সার গোছানো রক্ষণভাগের কারণে বারবার অফসাইডের ফাঁদে পড়েছেন তিনি, প্রথম আধঘণ্টায় পাঁচবার। ২-০ গোলে পেছনে পড়ার পর কাতালান ক্লাবের গোলকিপার ইনাকি পেনাকে একা পেয়েও ব্যবধান কমাতে পারেননি তিনি। তাদের আরেক তারকা খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়র ২১তম মিনিটে গোলপোস্টে খুব কাছ থেকে শট নিয়ে বল সাইডবারের বাইরে মারেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন