পিএসজির সুসময় যেন ফিরতে শুরু করেছে। অনেকদিন পর টানা তিন ম্যাচে জয়ের দেখা পেল তারা।
চ্যাম্পিয়নস লিগ ও ফ্রেঞ্চ সুপার কাপ থেকে বিদায় ঘণ্টা বেজেছে আগেই। বাকি আছে কেবল লিগ ওয়ানকে। যেখানে আজ অঁজেকে ২-১ গোলে হারিয়েছে ফরাসি ক্লাবটি। জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে।
অঁজের মাঠে শুরু থেকেই দাপিয়ে বেড়ায় পিএসজি। ম্যাচের নবম মিনিটেই সফরকারীদের এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। এরপর ২৬ তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। মাঝমাঠ থেকে লিওনেল মেসির বাড়ানো বল অনেকটা ফাঁকায় পেয়ে যান এই ফরোয়ার্ড। দারুণ ভাবে বানিয়ে দেওয়া বলে গোলকিপারকে পরাস্ত করতে কোনো ভুল হয়নি তার। প্রথমার্ধের বাকিটা সময় আর ব্যবধান বাড়াতে পারেনি পিএসজি।
বিরতির পর নতুন উদ্যমে খেলতে থাকে অঁজে। কিন্তু ফিনিশিং দুর্বলতার কারণে গোলমুখে গিয়েই এলোমেলো হয়ে যেত। তবে টেবিলের ২০ নম্বর দল হয়েও শীর্ষে থাকা পিএসজিকে ছেড়ে কথা বলেনি। ৮৭ মিনিটে ক্লাবটির হয়ে ব্যবধান কমান সাদা থিউব। কিন্তু অঘটন আর ঘটেনি।
৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে শীর্ষে আছে পিএসজি। দুইয়ে থাকা মার্শেইর চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে আছে তারা।