আগেই জানা গিয়েছিল পিএসজি থেকে কতো আয় করেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। এবার জানা গেল লিওনেল মেসি-নেইমারের আয়ের হিসেবও। তবে এই হিসাব প্রকাশ করার পর অনেকের চোখ কপালে উঠতেই পারে।
কারণ অভিজ্ঞ লিওনেল মেসি যেখানে কর ছাড়া বছরে মৌসুম প্রতি বেতন পান ৪১ মিলিয়ন ইউরো। সেখানে কিলিয়ান এমবাপ্পে পান ৭২ মিলিয়ন।
আবার নেইমারের আয় ৩৬ মিলিয়ন ইউরো। সেই হিসেবে নেইমারের দ্বিগুণ বেতন পান এমবাপ্পে।
কদিন আগেই পিএসজির সাথে দুই মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এমবাপ্পে। সঙ্গে আরও এক বছর বাড়তি থাকার সুযোগও রাখা হয়েছে তার জন্য।
সেই আকর্ষণীয় চুক্তির আওতায় তিন বছরের জন্য এমবাপ্পে পাবেন ৬৩০ মিলিয়ন ইউরোর মতো। সাথে সাইনিং বোনাস হিসেবেও এমবাপ্পেকে দেওয়া হয়েছে ১৮০ মিলিয়ন ইউরো।