ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল। ডার্বির এ জয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে আরেকটু এগিয়ে গেল আর্না স্লটের শিষ্যরা।
বুধবার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে লিভারপুলের ব্যবধান গড়ে দিয়ে জয়ের নায়ক দিয়োগো জটা। যেখানে ৩০ ম্যাচে ২২ জয় ও ৭ ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আর্সেনাল।
খেলার ৫৭তম মিনিটে জয়সূচক গোল পায় লিভারপুল। লুইস দিয়াসের বাড়ানো বল ধরে দলকে এগিয়ে নেন জটা এবং শেষ পর্যন্ত এটাই ব্যবধান গড়ে দেয়। আড়াই মাসের মধ্যে প্রথম গোলের দেখা পেলেন পর্তুগিজ ফরোযার্ড।
লিগে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকার পর হারের তেতো স্বাদ পেল এভারটন। ৩০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে দলটি।