কিছুদিন আগে রোনালদোর ক্লাব আল নাসরকে হারিয়ে আল হিলাল কিংস কাপ জেতার পর তাকে মেসি মেসেজ পাঠিয়েছেন বলেও জানান ব্রাজিলিয়ান এই পোস্টারবয়। সেখানে নেইমার বলেন, ‘আমরা অনেক অনেক দূরে কিন্তু আমাদের ভেতর অনেক কথা হয়। শিরোপা জেতার পরও সে আমাকে মেসেজ পাঠিয়েছে। আমরা একজন অন্যজনকে নিয়ে খুব খুশি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে গ্যালারিতে বসে ফাইনালের দিন রোনালদোকে ‘খেপানোর’ জন্য নেইমার ‘মেসি’, ‘মেসি’ চিৎকার করেছেন।
একই সাক্ষাৎকারে মেসির সঙ্গে বন্ধুত্ব নিয়ে নেইমার আরও বলেন, ‘মেসি অনেক ভালো একজন মানুষ। আমার জন্য আয়নার মতো। সে দারুণ এক আদর্শ। এর বাইরেও আমরা ভালো বন্ধু।