নাসিম রুমি: চোটে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। জাতীয় দলের পাশাপাশি পিএসজির জার্সিতেও খেলতে পারছেন না অনেকদিন ধরেই। গোড়ালির অস্ত্রোপচার শেষে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন ৩১ বছর বয়সী এই তারকা। এর মধ্যেই সুখবর পেলেন ব্রাজিলিয়ান তারকা। দ্বিতীয় বারের মতো সন্তানের বাবা হচ্ছেন নেইমার।
আজ বুধবার (১৯ এপ্রিল) স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে বলা হয়, নেইমার ও তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির কোলজুড়ে আসছে দ্বিতীয় সন্তান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন নেইমার। পোস্টে বান্ধবী বিয়ানকার্ডির বেবি বাম্পের ছবি প্রকাশ করেন নেইমার।
আর ওই পোস্টের স্ট্যাটাসে নবাগত সন্তানকে উদ্দেশ্য করে লিখেন, ‘আমরা তোমাকে নিয়ে স্বপ্ন দেখছি। তুমি কখন আসবে, তোমার আগমনে আমাদের জীবন পাবে পূর্ণতা। আমাদের জীবন আরও আনন্দময় করে তুলবে তুমি। খুবই চমৎকার একটি পরিবারে তুমি আসছ, যেখানে তোমার ভাই, দাদা, চাচা ছাড়াও সবাই এরইমধ্যে তোমাকে ভালোবাসতে শুরু করেছে। তাড়াতাড়ি আস আমরা তোমার অপেক্ষায় আছি।’