নাসিম রুমি: আবির্ভাবেই বিশ্ব ফুটবলকে চমকে দিয়েছেন লামিনে ইয়ামাল। শুরু থেকেই তার সঙ্গে তুলনা করা হচ্ছে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির। এমনকি মেসি নিজেও ইয়ামালের মাঝে নিজের ছায়া দেখার কথা বলেছেন। তবে সবাই কিন্তু মেসির সঙ্গে ইয়ামালের এই তুলনা পছন্দ করছেন না। যেমন সেভিয়ার মিডফিল্ডার সাউল নিগেজ।
লা লিগায় সোমবার বার্সেলোনার মুখোমুখি হবে সেভিয়া। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বার্সা তারকা ইয়ামালকে নিয়ে সাউল বলেছেন, ‘যদি তারা লামিনে ইয়ামালকে সফল হতে দেখতে চায়, তবে তাদেরকে (মেসির সঙ্গে) তুলনা করা কমাতে হবে, সামান্য না অনেকটাই। যদি তারা ইয়ামালের ভালো চায়, তবে আমি বলব একটু ধীরেসুস্থে (তুলনা করুন)।’
মেসির সঙ্গে তুলনা বন্ধ করার পেছনে যুক্তিও দিয়েছেন সাউল, ‘প্রথম কারণ, মেসি একেবারেই আলাদা একজন। আমি মনে করি না তার কাছাকাছি অন্য কেউ আছে। ক্রিশ্চিয়ানোও আলাদা। তারা এমন খেলোয়াড়, যারা ১০, ১৫, ২০ বছর চূড়ায় অবস্থান করেছে। ইউরোর পর থেকে ইয়ামাল অসাধারণ ছিল। কিন্তু তুলনা ভালো কিছু না। একজন স্প্যানিশ ভক্ত হিসেবে আমাদের উচিত তাকে রক্ষা করা। তাকে খেলার প্রতি মনোযোগী থাকতে দিন। নিজের মতো করে খেলতে দিন।