English

19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

ইব্রাহিমোভিচকে কড়া বার্তা লুকাকুর!

- Advertisements -

ইতালিয়ান সিরি আ’য় গত রবিবার এসি মিলানকে ৩-০ গোলে উড়িয়ে দেয় ইন্টার মিলান। বেলজিয়ামের ফরোয়ার্ড রোমেলু লুকাকু নিজে গোল করেছেন এবং সতীর্থের গোলে অবদান রেখেছেন। এমন দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরে প্রতিপক্ষে থাকা জ্লাতান ইব্রাহিমোভিচকে উদ্দেশ্যে করে বার্তাও ছোড়ে দিয়েছেন। ঘোষণার মতো করে বলেছেন, ‘আমিই সেরা’।

এর আগে সবশেষ মিলান ডার্বিতে সংঘর্ষে জড়িয়েছিলেন ইব্রাহিমোভিচ ও লুকাকু। ঘটনার রেশ ছিল ম্যাচের শেষে আরো কিছু দিন। গেল মাসের শেষে ইতালিয়ান কাপের ম্যাচ ছিল সেটি। সেই ম্যাচটাও হেরেছিল এসি মিলান।

এদিকে রবিবার দুর্দান্ত নৈপুণ্যে দলের তৃতীয় গোলটি করেন লুকাকু। চলতি মৌসুমে যা তার ১৭তম গোল। সেই গোলের পর উদযাপন করতে করতে লুকাকু বলতে থাকেন, ‘আমি সেরা।’

উদযাপনে যখন সতীর্থরা সঙ্গী হচ্ছিলেন তার, তখন বলছিলেন, ‘আমি… আমি।’ বার্তাটা যে ইব্রাহিমোভিচের উদ্দেশ্যেই, সেটা অনুমান করা যায় সহজেই।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন