আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ যে ইন্টার মিলানে চুক্তির মেয়াদ বাড়াবেন, সেটা অনুমিতই ছিল। কিন্তু নতুন চুক্তির মেয়াদ কত দিনের কিংবা বার্ষিক বেতন কত সেটা নিয়ে ধারণা ছিল না। আনুষ্ঠানিক চুক্তির পর সেটাও নিশ্চিত হয়ে গেলো। আরও দুই বছরের জন্য মিলানেই থাকছেন তিনি। নতুন চুক্তিতে সিরি আ’ ক্লাবটিতে থাকবেন ২০২৯ সাল পর্যন্ত।
বিবৃতিতে ইন্টার মিলান নতুন চুক্তির আনুষ্ঠানিকতা নিয়ে জানিয়েছে, ‘লাউতারো মার্টিনেজের চুক্তির মেয়াদ বাড়াতে সমঝোতায় পৌঁছানো গেছে। ১৯৯৭ সালে জন্ম নেওয়া এই ফরোয়ার্ডের নতুন চুক্তির মেয়াদ ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত।’
নতুন চুক্তিতে বার্ষিক ৯ মিলিয়ন ইউরো বেতন পাবেন আর্জেন্টাইন স্ট্রাইকার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১১৫ কোটি ৬৫ লাখ ১৪ হাজার টাকার মতো।
গত মাসেই ইন্টার প্রেসিডেন্ট গুসেপ্পে মারোত্তা জানিয়েছিলেন, লাউতারো নতুন চুক্তির জন্য রাজি হয়েছেন। কিন্তু আনুষ্ঠানিকতার জন্য কোপা আমেরিকা ও তার পরবর্তী ছুটি পর্যন্ত অপেক্ষার কথা বলা হয়েছিল।
ক্লাব ফুটবলে আলোচনায় থাকা লাউতারো এবারই প্রথম জাতীয় দলের জার্সিতে বড় মঞ্চে আলো ছড়িয়েছেন। আর্জেন্টিনার কোপা জয়ের মুখ্য কারিগর ছিলেন তিনি। পাঁচটি গোল করেছেন। এমনকি ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে করা একমাত্র গোলটিও ছিল তার।