English

24 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

ইনজুরি আক্রান্ত মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দল

- Advertisements -

নাসিম রুমি: অনেক দিন ধরেই চোটের কারণে মাঠের বাইরে লিওনেল মেসি। খেলতে পারছেন না তার ক্লাব ইন্টার মায়ামির হয়েও। কবে ফিরবেন মাঠে তা নিশ্চিত নয়। তবুও তাকে নিয়েই বিশ্বকাপ বাছাইয়ের পরের দুটি ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

পায়ের চোটে ক্লাবের সবশেষ চার ম্যাচ খেলতে পারেননি ৩৬ বছর বয়সী এই তারকা। তার ফেরার বিষয়ে এখনও কিছু জানায়নি মেজর সকার লিগের দল ইন্টার মায়ামি।

গত মাসে বিশ্বকাপ বাছাইয়ে শুরুর ম্যাচে দলের জয়ের নায়ক ছিলেন তিনি। দারুণ এক ফ্রিকিকে একমাত্র গোলটি করে দলকে জিতিয়েছিলেন। চোটের কারণে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি।

তবে চোটের কারণে ৩৪ সদস্যের দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অ্যাটাকিং মিডফিল্ডার আনহেল ডি মারিয়া। তবে সুস্থ হয়ে দলে ফিরেছেন স্ট্রাইকার পাওলো দিবালা।

আগামী ১২ অক্টোবর বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর পরের ম্যাচ স্বাগতিক পেরুর বিপক্ষে।

আর্জেন্টিনা দলঃ

গোলরক্ষকঃ এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসসো।

ডিফেন্ডারঃ ওয়াল্টার বেনিতেজ, হুয়ান ফয়েথ, গনজালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, হারমান পেজ্জেইয়া, ক্রিশ্চিয়ান রোমেরো, লুকাস মারটিনেজ, নিকোলাস ওটামেন্ডি, মার্কো পেলেগ্রিনো, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, লুকাস এসকিভেল।

মিডফিল্ডারঃ লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, গিদো রদ্রিগেজ, এনজো ফার্নান্দেজ, এসকিয়েল পালাসিওস, কার্লোস আলকারেজ, জিওভানি লো সেলসো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, ব্রুনো জাপেল্লি।

ফরোওয়ার্ডঃ পাওলো দিবালা, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাওতারো মার্টিনেজ, ফাকুন্দো ফারিয়াস, লুকাস বেলত্রান, আলেহান্দ্রো গারনাচো, নিকো গনজালেজ, লুকাস ওকাম্পোস।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন